বাহরাইনে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ১০০ তম অনলাইন মিটাপ

আশফাক আহমদ,বাহরাইন :  উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন (এন আর বি )বাহরাইন টিম এর উদ্যোগে “চাকুরী করবো না চাকুরী দেব”এই স্লোগানকে সামনে নিয়ে ১০০ তম অনলাইন মেঘা  মিটাপ উদযাপন  অনুষ্ঠিত হয়। 
৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকায়  দ্যা লজ স্যূট হোটেলের  সম্মেলন কক্ষে  নব নিযুক্ত ফাউন্ডেশনের ভলন্টিয়ার রাজ নোমানের কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 
অনুষ্ঠানে কান্ট্রি এম্বাসেডর ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও ইসমাইল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহ সভাপতি জনাব- মাজাহারুল হক নয়ন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সমাজ সেবা সম্পাদক জনাব- আব্দুল মোমিন ও জনাব – মোঃ মোতালেব হোসেন। 
অনুষ্ঠানে প্রধান বক্তা ফাউন্ডেশনের মডারেটর ও কান্ট্রি এম্বাসেডর- আবু তাহের, এন আর বি বাহরাইন টিম এর প্রতিবেদন উপস্থাপন করেন কান্ট্রি এম্বাসেডর- সানি রাফি, ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন- জহির আহাম্মেদ পারভেজ। অনুষ্ঠানে ফাউন্ডেশননের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব – ইকবাল বাহার জাহিদ টেলিবার্তায় যুক্ত হয়ে জানান,বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলায় ও বিশ্বের প্রায় ৮০ টি দেশে ৩ লক্ষ সদস্য ও ২ হাজারের বেশি ভলন্টিয়ার নিয়ে এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে।তিনি আরও বলেন,ফাউন্ডেশনের প্রতিটি সদস্য যেন এক একজন উদ্যোক্তা হতে পারে সে জন্য তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন।তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন-ভবিষ্যতে ফাউন্ডেশনের যদি ভালো অবস্থান হয় বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবেন প্রবাস থেকে যে সকল প্রবাসী বাংলাদেশ যাবে তাদেরকে যেন এয়ারপোর্টে লাল গালিচা দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া টেলিফোনে যুক্ত হয়ে  বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সভাপতি জনাব – আসিফ আহাম্মেদ  ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।বক্তব্যে জানান, সোসাইটি থেকে যত ধরনের সহযোগিতার  প্রয়োজন তিনি ফাউন্ডেশনকে দিয়ে যাবেন।এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর  কান্ট্রি এম্বাসেডর- মোহাম্মদ রাসেল, নুরুন্নবী কমিউনিটি ভলন্টিয়ার- রাজিব ইসলাম ও বাহরাইনের আজীবন সদস্য ও কমিউনিটি ভলন্টিয়ার । অনলাইন মিটাপে বাংলাদেশের  বিভিন্ন  জেলা থেকে কোর ভলন্টিয়ার,মডারেটর, কান্ট্রি এম্বাসেডর, ডিষ্ট্রিক্ট এম্বাসেডর,কমিউনিটি ভলন্টিয়ার ও আজীবন সদস্যরা এবং  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশন প্রতিনিধি- স্বপন মজুমদার , বাংলা টিভি প্রতিনিধি- সম্রাট নজরুল ইসলাম, সিলেট ভিউ  প্রতিনিধি- আশফাক আহমদ।অনুষ্ঠানে ৭ জন সেরা ভলন্টিয়ার সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব-ইয়াছিন আরাফাত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচনে ছাবিনা ইয়াছমিন বিজয়ী

তিন কেন্দ্রের ঘোষিত ফলাফলে সিলেটের বিয়ানীবাজার পৌরসভা সংরক্ষিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাবিনা ইয়াছমিন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে ছাবিনা ইয়াছমিন বিজয়ী হয়েছেন। তিন কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট ১১৩৩টি এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুন নাহার নিপা অটোরিক্সা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৫টি। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের তফাৎ ৩৭৮।

কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল যথাক্রামে- ৭নং ওয়ার্ডের খাসাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস ২৩৯, অটোরিক্সা ১৯০, ৮ নং ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭, অটোরিক্সা ৩৫০ এবং ৯নং ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারত ৩৬৭ এবং অটোরিক্সা ২১৫ ভোট।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডের ভোটের ফলাফল নিয়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোন ফলাফল ঘোষণা করা হয়নি। সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, দুই কেন্দ্র থেকে এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে আনারস প্রতীক ৮৮৪ এবং অটোরিক্সা প্রতীক পেয়েছে ৫৬৫ ভোট। তিন কেন্দ্রের ফলাফল হাতের আসার পর বেসরকারিভাবে আমরা ফলাফল জানিয়ে দেব।

৩নং ওয়ার্ডে নব নির্বাচিত কাউন্সিলর ছাবিনা ইয়াছমিন বলেন, আমার এ বিজয় ৩নং ওয়ার্ডের সর্বস্থরের জনগণের। এই নির্বাচনের ফলাফল আমি ৩নং ওয়ার্ডের সকল জনসাধারণকে উসর্গ করছি। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে তাদের সেবক হিসেবে বেছে নিয়েছেন এটি আমার জীবনের সব থেকে বড় পাওয়া।

পূজা উদযাপনে সরকার সব ব্যবস্থা নিয়েছে :বড়লেখা ও জুড়িতে অনলাইনে পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করছে সরকার। ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সকলে নিজ নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

 এ সময় বড়লেখা উপজেলা ১৩৪টি এবং জুড়ী উপজেলার ৭২টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। 

বড়লেখা ফাউন্ডেশন ইউকের তালিমপুরে আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পিতৃহীন এক কন্যার বিয়েতে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ.কেঃ

বরাবরের মতো মানবিক দায়বদ্ধতা ও সহানুভূতি প্রদর্শন করে নিজের নামের প্রতি সুবিচার করলো মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে।

আজ ৮ অক্টোবর রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের প্রান্তিক আয়ের একটি পরিবারের পিতৃহীন কন্যার বিবাহ উপলক্ষে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের পক্ষে উপহারটি প্রদান করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ মাষ্টার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ি সোহেল আহমদ,দুবাই প্রবাসী নজরুল ইসলাম আকলাছ প্রমূখ।

বড়লেখার বর্নিতে আ:লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিতের মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলার, বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামীলীগ নেতা এম এ মুহিত আজ তার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগন ও ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ সব অঙ্গ সংগটনের নেতা কর্মী ও সমর্থক দের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন।

হাফিজ আতাউর রহমান সৈয়দী সাহেবের সভাপতিত্বে উক্ত

সভায় ৯ নং ওয়ার্ভ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সাধারণ ভোটারদের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্নি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিয়ে মতামত প্রাকাশের জন‍্য আলোচনা হয়। উক্ত আলোচনায় উপস্থিত সকলের সম্মতি প্রদান করেন। সর্ব সম্মতি ক্রমে বর্নি ইউনিয়নের জন‍্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে সকল দিক বিবেচনায় এম এ মুহিতকে মনোনীত করা হয়।

উল্লেখ্য এর আগে ও তিনি বর্নী ইউনিয়নের ১ নং পাকশাইল ওয়ার্ড, ২ নং মনারাই, মনাদি রংপুর ওয়ার্ভ, ৮ নং মিহারী ওয়ার্ড, ৭ নং নোয়াগ্রাম, বারহাল, চক, উত্তরবর্নি ওয়ার্ডে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন দলীয় নেতা কর্মী ও সাধারণ জনসাধারন কে নিয়ে। সভায় সর্বসম্মতি ক্রমে বর্নি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনীত করার পক্ষে মত দেন।

বর্নি ইউনিয়নের ১ নং পাকশাইল ওয়ার্ডে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিত কে মনোনীত
বর্নি ইউনিয়নের ২ নং মনারাই ওয়ার্ডে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিত কে মনোনীত
বর্নি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রংপুরে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিত কে মনোনীত
Design a site like this with WordPress.com
Get started