বড়লেখা ফাউন্ডেশন ইউকের তালিমপুরে আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পিতৃহীন এক কন্যার বিয়েতে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ.কেঃ

বরাবরের মতো মানবিক দায়বদ্ধতা ও সহানুভূতি প্রদর্শন করে নিজের নামের প্রতি সুবিচার করলো মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে।

আজ ৮ অক্টোবর রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের প্রান্তিক আয়ের একটি পরিবারের পিতৃহীন কন্যার বিবাহ উপলক্ষে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের পক্ষে উপহারটি প্রদান করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ মাষ্টার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ি সোহেল আহমদ,দুবাই প্রবাসী নজরুল ইসলাম আকলাছ প্রমূখ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started