প্লেনে ওঠার আগেই আমিরাতের বাণিজ্য নগরী দুবাইগামী এক যাত্রীকে আটকে দিয়েছে এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীরা।ঘটনাটি ঘটেছে ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।ওই যাত্রী অবৈধভাবে ৬৫ হাজার সৌদি রিয়াল বহন করছিলেন বলে জানা গেছে।
এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি পলাশ নামের ওই যাত্রীকে আটক করে।বিধি অনুযায়ী, এয়ারপোর্টে বৈদেশিক মুদ্রা বহন করলে সেগুলোর ঘোষণা দিতে হয়।তবে ওই যাত্রী মুদ্রার ঘোষণা দেননি।যে কারণেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে বিমানবন্দরের ‘সি’ নম্বর সারির চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।পলাশের গ্রামের বাড়ি নেত্রকোনায়।
শাহজালাল এয়ারপোর্টের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল হাসান জানান, শুক্রবার রাতের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন।এদিকে শনিবার সকাল পর্যন্ত মোট ১২ হাজার ৫৩৪ জন যাত্রী ফ্লাইটের ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমিরাত গিয়েছেন।
আর এসময় নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় ৯ জন আমিরাত যেতে পারেননি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শুরুর দিকে আমিরাতগামী যাত্রী সংখ্যা কম হলেও বর্তমানে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে।
প্রবাসীকর্মী প্রতি ১ হাজার ৬০০ টাকা নমুনা পরীক্ষার ফি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে।
